১০ কোটি টাকার সম্পদ অরক্ষিত : আড়াই যুগেও আলোর মুখ দেখেনি দোয়ারার সাব-জেল

ছাতক সংবাদদাতা সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সাব-জেল আড়াই যুগেও আলোর মুখ দেখেনি। ভারতীয় সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজার সাব-জেল এখন ছিন্নমুল মানুষের আবাসস্থলে পরিনত হয়েছে। অযতেœ-অবহেলায় পড়ে রয়েছে সরকারের প্রায় ১০কোটি টাকার ভূ-সম্পদ। নির্মানের পর বিভিন্ন রাজনৈতিক সরকার রাষ্ট্র পরিচালনা করলেও এখানের নির্মিত সাব-জেল ও সরকারি ভূমি কান রাষ্ট্রিয় বা সামাজিক কাজে ব্যবহার করা হচ্ছেনা। ফলে সাব-জেল ও জেল সংলগ্ন সরকারি মুল্যবান ভূমি দীর্ঘদিন ধরে অযতœ-অবহেলাও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জেল কর্মকর্তাদের জন্য নির্মিত কয়েকটি সরকারি কোয়ার্টার এখন ছিন্নমুল মানুষের স্থায়ী বাসস্থানে পরিনত হয়েছে।  জানা যায়, ১৯৮৪ সালে তৎকালীন … Continue reading ১০ কোটি টাকার সম্পদ অরক্ষিত : আড়াই যুগেও আলোর মুখ দেখেনি দোয়ারার সাব-জেল